September 13, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশীলা কার্কি

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশীলা কার্কি

Image

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি প্রেসিডেন্ট রাম চন্দ্র  পৌডেলের কাছে শপথ গ্রহণের সময় বলেন, ‘আমি, সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে আমার কর্তব্য পালনের জন্য দেশ ও জনগণের নামে শপথ গ্রহণ করছি।’

প্রেসিডেন্ট প্রাসাদে কূটনীতিক ও কিছু সাবেক নেতার উপস্থিতিতে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের পর, পৌডেল কার্কিকে অভিনন্দন জানান। 

পরে সংসদ ভেঙে দেওয়া হয় এবং  ৫ মার্চ, ২০২৬ তারিখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

Scroll to Top