ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নির্বাচনী পরিবেশ ও বিভিন্ন অনিয়মের বিষয়ে উদ্বেগ জানাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির সেক্রেটারি আয়মান রাহাত। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ঢাকা–১৮ সংসদীয় আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়। পাশাপাশি বিএনপি কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের একাধিক অভিযোগও নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়।
প্রতিনিধি দলটি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা, সরকারি অফিস চত্বরে রাজনৈতিক ও নির্বাচনী সভা-সমাবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ পোস্টার অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে।
বৈঠক শেষে এনসিপির প্রতিনিধি দল একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনের সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।











