আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (EU Election Observation Mission) মোতায়েন নিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান অ্যাম্বাসাডর মাইকেল মিলার।
বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নিরাপদ ও কার্যকর কাজ পরিচালনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
মতবিনিময়ে বাংলাদেশে চলমান পুলিশিং সংস্কার কার্যক্রমের অগ্রগতি, মানবাধিকারসম্মত ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়।











