January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে: কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে: কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

Image

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) তারিখ সকালে বয়রাস্থ পুলিশ লাইন্সে ২১তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার কোনো বিকল্প নেই। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠ আচরণ এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে, যা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অধিক আত্মবিশ্বাস ও দক্ষতা প্রদান করবে।

এসময় ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top