প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনৈতিক চাপ এলে তিনি পদত্যাগ করবেন।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। আমরা কঠোর অবস্থানে থাকবো।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে বলেও জানান সিইসি। তিনি বলেন, “আমরা সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি।”
ইসি সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী শুনানি শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এরপর ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।