September 18, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে ইউএন উইমেন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে ইউএন উইমেন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

Image

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠকে নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং বেইজিং+৩০ এজেন্ডা বাস্তবায়ন বিষয়ক নানা দিক নিয়ে গভীর আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত করা, বিভিন্ন খাতে নারীর নেতৃত্ব বৃদ্ধির উদ্যোগ, সকল নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং জাতীয় নারী সংক্রান্ত কাঠামোকে শক্তিশালী করা ও লিঙ্গভিত্তিক তথ্য ঘাটতি দূর করার বিষয়ে।

Scroll to Top