নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, জনগণের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনা ছাড়া রাজনীতিতে অগ্রগতি সম্ভব নয়।

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত “The Plan: Youth Policy Talk with Tarique Rahman (Chittagong Division)” শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে পলিসি টকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিশ্রুতি দিলেই হবে না, সেগুলো বাস্তবায়নের আন্তরিক চেষ্টা থাকতে হবে। অন্যথায় জনগণ কোনো রাজনৈতিক দলের পাশে থাকবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না।

চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, সমাজের নানা স্তরে চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দেওয়া হয়, তাহলে এসব অপরাধ অনেকাংশে কমে আসবে।

তরুণদের বিদেশে উচ্চশিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে বিএনপি স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক কারণে পিছিয়ে না পড়েন।

পরিবেশ ও পানি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, খাল খননের মাধ্যমে একদিকে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরে বৈশ্বিকভাবে কোন ধরনের ভোকেশনাল কাজের চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সেসব বিষয় কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বিদেশে পাঠানো হলে উন্নত মানের শ্রমশক্তি রফতানি সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, কেবল জেলায় জেলায় হাসপাতাল নির্মাণ টেকসই সমাধান নয়। বরং হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার মাধ্যমে একটি কার্যকর ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় বিএনপি।
শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগের আওতায় আনা হলে বিভিন্ন অঞ্চলের সেরা শিক্ষকরা একযোগে পাঠদান করতে পারবেন। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার তরুণ প্রতিনিধিরা অংশ নেন এবং শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।











