December 24, 2024

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • দেশের প্রতিটি পরিবার পাবে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’: তারেক রহমান

দেশের প্রতিটি পরিবার পাবে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’: তারেক রহমান

Image

অনলাইন ডেস্কঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ পেলে বাংলাদেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদান করা হবে। 

পরিবারের মা বা গৃহিণীর নামে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে তৃণমূল থেকে জেলা পর্যায়ের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন এবং পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় এ কার্ড বিতরণ করা হবে।’ 

তিনি আরো বলেন, এলাকার সকলেই এর প্রাপক হবেন বিধায় কোন প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য এর প্রবর্তন করা হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ‘গণসমাবেশ ও আন্দোলনে শহিদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বক্তব্য দেন। এতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, সহ  সাংগঠনিক সম্পাদক ওয়ারেজ আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস।

Scroll to Top