April 19, 2025

শিরোনাম

দেশে বড় বিনিয়োগ আসার আশাবাদ বিডা চেয়ারম্যানের

Image

ভবিষ্যতে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল, ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, “আসন্ন বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি নিয়ে ফিরে যাবেন। এতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ এখন বিশ্বের ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে। এ চুক্তির সুফল আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলায় সরকারের নানামুখী পদক্ষেপ ও উন্নয়ন কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন বিডা চেয়ারম্যান।

Scroll to Top