শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না।
তিনি বলেন, চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে দর্শনায় অবস্থিত
কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৮৮ তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা আরো বলেন, কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান; খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম; জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন; পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক ‘কেরুকে কিভাবে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কিভাবে কেরুর উতপাদন বাড়ানো যায়, আখ চাষি ও শ্রমিকদের প্রতি সেই আহবান জানান’।
এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।











