April 19, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল

ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল

Image

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আজ শনিবার (১২ এপ্রিল, ২০২৫) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক বিশাল জনসমাবেশ। বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশ এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে।

ঢাকার কেন্দ্রস্থল শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকা সকাল থেকেই মিছিলের মুখরতায় মুখর। অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা, সহানুভূতির বার্তা ও প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি চলবে মাগরিবের পূর্ব পর্যন্ত। আয়োজকদের আশা, এটি ঢাকার ইতিহাসে ফিলিস্তিন সংহতিতে সর্ববৃহৎ জনসমাগমে রূপ নেবে। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নিচ্ছেন এ জনসমাবেশে।

গণজমায়েতে সভাপতিত্ব করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এছাড়া আলোচিত ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠন যেমন বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ আরও অনেক সংগঠন এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিচ্ছে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ জানান, দুপুর ২টা থেকে বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড়—এই পাঁচটি পয়েন্ট থেকে মিছিল শুরু করে গণজমায়েতে এসে মিলিত হবে।

আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে জনমত গঠনের উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাদের আশা, এই উদ্যোগ বিশ্ববাসীকে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

Scroll to Top