বাংলাদেশের সবুজ অর্থনীতির রূপান্তরে নারীদের নেতৃত্বকে আরও জোরদার করতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘শক্তিকন্যা গ্রিন স্কিলস সামিট ২০২৫’। জার্মান দূতাবাস ঢাকা ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহায়তায় আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অংশ নেন ২০০-র বেশি পরিবর্তন-সৃষ্টিকারী নারী ও বিশেষজ্ঞ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও গ্রিন ট্রানজিশনের অগ্রযাত্রায় নারীদের দক্ষতা ও নেতৃত্ব অপরিহার্য। “নারী ছাড়া সবুজ রূপান্তর সম্ভব নয়, আর শক্তিকন্যা ছাড়া গ্রিন স্কিলস বিপ্লবও অসম্ভব”— জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের এমন বার্তা সামিটে বিশেষভাবে প্রতিধ্বনিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্যোক্তা উদ্যোগ এবং গ্রিন জবস সৃষ্টিতে নারীদের সুযোগ— এসব বিষয়ে বিভিন্ন আলোচনা ও কর্মশালায় অংশ নেন।











