September 15, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ডিএমপি কমিশনারের সাথে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

ডিএমপি কমিশনারের সাথে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

Image

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য বৈঠক করেন।

বারভিডা প্রেসিডেন্ট জনাব আবদুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। আলোচনাকালে বারভিডা নেতৃবৃন্দ গাড়ি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

ডিএমপি কমিশনার বৈঠকে বলেন, আইন-শৃঙ্খলার প্রতি কোনো ধরণের হুমকি বরদাশত করা হবে না। তিনি বারভিডার নেতৃবৃন্দকে আশ্বস্ত করে জানান যে, গাড়ি আমদানি ও ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ডিএমপি সবধরণের সহযোগিতা প্রদান করবে।

বৈঠকে বারভিডার ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব ফরিদ আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং অর্গানাইজিং সেক্রেটারি জনাব জোবায়ের রহমান উপস্থিত ছিলেন।

Scroll to Top