September 10, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ অভূতপূর্ব জয় পেয়েছে। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে শিবিরের ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম ৫ হাজার ২৮৩ ভোট পান।

এজিএস পদে মুহা. মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সিনেট ভবনে ভোট গণনা সম্পন্ন হয়। ভোটের হার ছিল ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে।

৫ দশকেরও বেশি সময় পর ডাকসুর নেতৃত্বে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যাবর্তনকে অনেকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন।

শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ১০,৬৩১ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ৭,৮৩৩, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম ৯,৭০৬, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ ৯,০৬১, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন ৭,২৫৫, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা ৯,৯২০, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া ১১,৭৪৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ ৭,০৩৮ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ৯,৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র যুবাইর বিন নেছারী ৭,৬০৮ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭,৭৮২ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র সানজিদা আহমেদ তন্বি ১১,৭০৮ ভোট পেয়ে জয়ী হন।

এছাড়া সদস্য পদে শোভন কুমার আকন্দ ৮,৯৮৮ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। নারী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ১০,০৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবিকুন নাহার তামান্না।

Scroll to Top