January 30, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জুলাই সনদে আইনি ভিত্তি—মৌলিক সংস্কারে স্পষ্টতার দাবি এনসিপির

জুলাই সনদে আইনি ভিত্তি—মৌলিক সংস্কারে স্পষ্টতার দাবি এনসিপির

Image

অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে আইনি ভিত্তি প্রদান করলেও এই প্রক্রিয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সভায় এনসিপির শীর্ষ নেতারা এ মন্তব্য করেন।

নেতারা বলেন, সরকার সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আপাতদৃষ্টিতে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবে মৌলিক সংস্কারের পথ সুগম করা হয়নি। তাদের মতে, এই আদেশ জনগণের কাছে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল এবং সেখানে নোট অব ডিসেন্টও ছিল। আমরা প্রথম থেকেই বলেছি—সনদ বাস্তবায়নের মতো আইনি ভিত্তি প্রয়োজন। সরকার এখন আইনি ভিত্তি দিয়েছে, এটা ইতিবাচক; কিন্তু সরকারের দায়িত্বশীলতার জায়গাটি অনুপস্থিত।”

তিনি অভিযোগ করেন যে, বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো বদলানোর প্রত্যাশা থাকলেও জারি করা আদেশে আবারও সেই একই ধারার প্রতিফলন দেখা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ জারি হয়েছে সেখানে বহু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। ফলে সনদটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে কি না—তা নিয়ে সংশয় থেকেই যায়।”

অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য জুলাই সনদকে পরিষ্কার, শক্তিশালী ও জবাবদিহিমূলক কাঠামোয় বাস্তবায়ন করার বিকল্প নেই।

Scroll to Top