স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এ বছরও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন।

এ বছরের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে। পাশাপাশি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ লেঃ কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর-এর অধ্যক্ষ লেঃ কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি অর্জন করেছেন ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার সম্মাননা।
শিক্ষক পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ-এর শিক্ষক মোঃ আব্দুল বাতেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ১০৯টি বিষয়ে মোট ২৬১টি পুরস্কারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ৪৫টি পুরস্কার অর্জন করেছেন। এই সাফল্য সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টারই উজ্জ্বল প্রতিফলন।











