ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, যে আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত শিনিচি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের প্রশংসা করে বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম-আয়ের দেশে রূপান্তরের ধারায় স্থিরভাবে এগোচ্ছে। তিনি বাংলাদেশ–জাপান উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া (জুন) চলমান বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানান। তিনি বলেন, “এই বছর ইপিএ আলোচনায় অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। জেবিসিসিআই মন্ত্রিপরিষদ পর্যায়ের পরামর্শে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সরকার ও বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে একটি ন্যায্য, টেকসই ও পারস্পরিক লাভজনক চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, চুক্তিটি উভয় দেশের ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, অবকাঠামোগত সহযোগিতায় জাইকা অর্থায়নে পরিচালিত মেট্রো রেল প্রকল্প ঢাকার নগর পরিবহন ব্যবস্থায় ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন এনেছে। প্রকল্পটির সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা রাজধানীর গতিশীলতাকে আধুনিক রূপ দিচ্ছে—যা জাপান-বাংলাদেশ বন্ধুত্বের একটি শক্তিশালী প্রতীক।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও নীতি–নির্ধারকরা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।











