December 7, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মজিবুর রহমান হলেন বিএনপি’র গাজিপুর-১ আসনের কান্ডারি

জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মজিবুর রহমান হলেন বিএনপি’র গাজিপুর-১ আসনের কান্ডারি

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ মজিবুর রহমান মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top