January 30, 2026

শিরোনাম
  • Home
  • ভ্রমণ
  • চট্টগ্রাম রিজিয়নের নবগঠিত সীতাকুণ্ড জোন পরিদর্শন করলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান

চট্টগ্রাম রিজিয়নের নবগঠিত সীতাকুণ্ড জোন পরিদর্শন করলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান

Image

ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা—ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন নবগঠিত ট্যুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোন পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশ প্রধান জোনের অফিস কক্ষ, ফোর্স ব্যারাক, খাবারের মেসসহ সম্পূর্ণ ভবন ঘুরে দেখেন। এসময় তিনি সীতাকুণ্ড জোনে কর্মরত সকল অফিসার ও ফোর্সের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি সীতাকুণ্ড এলাকার বিভিন্ন ট্যুরিস্ট স্পট—সী-বিচ, ঝর্ণাসহ অন্যান্য দর্শনীয় স্থানে নিরাপত্তামূলক ডিউটি সংক্রান্ত বিস্তারিত ব্রিফ প্রদান করেন। পর্যটন এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, ট্যুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সৈকত কুমার রায়, চট্টগ্রাম জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বপন কুমার আইচসহ অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

Scroll to Top