January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গুলশানে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

গুলশানে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

Image

গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ঐক্য পরিষদের নেতারা দেশে গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা তারেক রহমানের কাছে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা পৌঁছে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার ও সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী। পাশাপাশি মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালও সাক্ষাতে অংশ নেন।

Scroll to Top