January 29, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • গাজীপুরে মোগর খাল পরিদর্শন ও প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল উপভোগ করলেন বিভাগীয় কমিশনার

গাজীপুরে মোগর খাল পরিদর্শন ও প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল উপভোগ করলেন বিভাগীয় কমিশনার

Image

বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী গাজীপুরের ভোগরা বাইপাস সংলগ্ন মোগর খাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার গাজীপুর সিটি কর্পোরেশনের সমন্বয় সভায় সভাপতির আসন অলংকৃত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী। সভায় গাজীপুর জেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সমন্বয় সভার পাশাপাশি বড়দিন উপলক্ষে বিভাগীয় কমিশনার খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

দিনের কর্মসূচির শেষ পর্বে বিভাগীয় কমিশনার টঙ্গী মেঘনা মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, টঙ্গী মেঘনা মাঠটি একসময় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। মান্যবর প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন এবং বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর ঐকান্তিক উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় মাঠটি বর্তমানে খেলাধুলার উপযোগী করে তোলা সম্ভব হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

Scroll to Top