September 12, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • গাইবান্ধায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ ”মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

গাইবান্ধায় তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ ”মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

Image

বুধবার (২০ আগস্ট ২০২৫) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার–কুড়িগ্রাম চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত ১৪৯০ মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড) এর যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য ও ৯.৬০ মিটার প্রস্থের এই সেতুটি ২ লেনবিশিষ্ট এবং মোট ৩১টি স্প্যান নিয়ে নির্মিত একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এর মাধ্যমে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি, নতুন কলকারখানা স্থাপন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, “ এ জনপদের গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদানের প্রতি শ্রদ্ধা রেখে সেতুটির নামকরণ করা হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এর এশিয়া অপারেশন্সের মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি।

Scroll to Top