সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) তারিখ বেলা ১১:১৫ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে সকালে আয়োজিত সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিকট থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কি ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন।

পুলিশ কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে বলেন খুলনা মহানগরীর সকল পুলিশ সদস্যদের নিয়ে কেএমপি একটি পরিবার। পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা পেতে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তোলার ব্যাপারে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যে কোন ধরণের প্রতিবন্ধকতায় সাহসী ভূমিকা পালন করতে সকলকে উৎসাহিত করেন এবং এ ব্যাপারে সহযোগিতায় কেএমপি পরিবার প্রধান হিসেবে তিনি সকলের পাশেই থাকবেন মর্মে নিশ্চিয়তা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং সকল পদের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।











