August 4, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কানাডায় নৌকাডুবিতে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মর্মান্তিক মৃত্যু

কানাডায় নৌকাডুবিতে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মর্মান্তিক মৃত্যু

Image

কানাডার অন্টারিও প্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন কাওয়ার্থা লেক এলাকায় ক্যানোয়িং করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুপুর তিনটার দিকে তারা একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। তাদের সঙ্গে ছিলেন রাকিবের পুত্রও। হঠাৎ প্রবল বাতাসে ক্যানোটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসতে পারলেও ক্যাপ্টেন সাইফুজ্জামান ও আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্টারিও পুলিশের মেরিন ইউনিট, ফায়ার টিম ও এভিয়েশন টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তাদের কারও পরনে লাইফ জ্যাকেট ছিল না।

Scroll to Top