বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) ডেনমার্ক দূতাবাস বাংলাদেশে নোভো নরডিস্কের সঙ্গে যৌথভাবে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা, সহায়তা এবং কলঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছে।

ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্দের্স বি. কার্লসেন বলেন, ডায়াবেটিসে আক্রান্ত সহকর্মীদের প্রয়োজন বুঝে সহায়ক কর্মপরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে কেউ যাতে নিজের স্বাস্থ্যের বিষয়টি বলতে সংকোচ অনুভব না করে, সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, সঠিক সহায়তা ও বোঝাপড়া থাকলে ডায়াবেটিস আক্রান্ত ও অ-আক্রান্ত—উভয় কর্মীই সমানভাবে অবদান রাখতে পারে।

নোভো নরডিস্ক—ডেনমার্কের বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—দীর্ঘ দশক ধরে বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের পাশে রয়েছে। শিশু থেকে তরুণ—সব বয়সী মানুষের জন্য মানসম্মত ইনসুলিন সরবরাহ, সচেতনতামূলক কর্মসূচি ও চিকিৎসা সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডেনমার্ক সরকার জানায়, বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়ন—চিকিৎসা, সচেতনতা এবং সাশ্রয়ী চিকিৎসা-প্রবেশ নিশ্চিত—এই তিন ক্ষেত্রেই সহযোগিতা বাড়াতে তারা অঙ্গীকারবদ্ধ।











