December 23, 2024

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু

Image

দীর্ঘ প্রায় ২১ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সোমবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুরোদমে চালু হবে।

পরীক্ষামূলকভাবে চালুর দিন দুপুর বারোটার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। তিনি খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে বলেন। ভাইস চ্যান্সেলর ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। তিনি বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো। ভাইস চ্যান্সেলর ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।

ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. জাহিদুল ইসলাম এবং ছাত্র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। # সংবাদ বিজ্ঞপ্তি

Scroll to Top