September 11, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সফলভাবে আয়োজন করেছে ‘অ্যান ইভনিং অব হাওয়াইয়ান গিটার’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সফলভাবে আয়োজন করেছে ‘অ্যান ইভনিং অব হাওয়াইয়ান গিটার’

Image

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (বিএইচজিএসপি)-এর সহযোগিতায়, সফলভাবে আয়োজন করেছে “অ্যান ইভনিং অব হাওয়াইয়ান গিটার”, একটি হৃদয়স্পর্শী সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার, ১৬ আগস্ট ২০২৫, বিকেল ৫টায়, ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভ্যাগ-এ। মোহনীয় এই সন্ধ্যায় ১৪ জন দক্ষ শিল্পীর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। তারা হাওয়াইয়ান গিটারের স্বাক্ষরধর্মী স্লাইড সুর এবং মায়াবী সুরলহরী উপস্থাপন করেন।

পরিবেশিত রচনাগুলোতে ধ্রুপদী, লোকজ ও সমসাময়িক ধারা অন্তর্ভুক্ত ছিল, যা একদিকে হাওয়াইয়ান গিটারের বহুমুখী বৈশিষ্ট্য এবং অন্যদিকে এর গভীর সাংস্কৃতিক আবেদনকে ফুটিয়ে তোলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসরাঙ্গা টেলিভিশনের চিফ নিউজ এডিটর জনাব রাশেদ আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের সভাপতি গিটার গুরু মোঃ হাসানুর রহমান বাচ্চু।

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (BHGSP): ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে হাওয়াইয়ান গিটার সঙ্গীতের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসার ঘটানো। সংগঠনের ভিত্তি স্থাপিত হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) থেকে, যেখানে ১৯৯০ সালে ন্যাশনাল হাওয়াইয়ান গিটার ফেস্টিভ্যাল কাউন্সিল একটি উল্লেখযোগ্য তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করে।

এই উৎসবে অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত গিটারবাদক পান্না আহমেদ, এনামুল কবীর, আকরাম হোসেন, সৈয়দ লুৎফুল হক, হাসানুর রহমান বাচ্চু ও মোফাজ্জল হোসেন চৌধুরী বিধু সহ আরো অনেকেই। বিএইচজিএসপি প্রতিষ্ঠালগ্ন থেকেই হাওয়াইয়ান গিটারের জনপ্রিয়তা বৃদ্ধি, সঙ্গীতশিল্পীদের মধ্যে সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং নতুন প্রতিভাদের উদ্বুদ্ধ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কনসার্ট, কর্মশালা ও যৌথ আয়োজনের মাধ্যমে সংগঠনটি সাংস্কৃতিক সচেতনতা গড়ে তোলা, সৃষ্টিশীল প্রকাশ উৎসাহিত করা এবং বাংলাদেশের শিল্পী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

Scroll to Top