August 3, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • আজ জামায়াতের জাতীয় সমাবেশ, সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল

আজ জামায়াতের জাতীয় সমাবেশ, সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল

Image

আজ শনিবার (১৯ জুলাই, ২০২৫) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ করছে জামায়াতে ইসলামী। সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কারসহ ‘সাত দফা’ দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সকাল থেকেই সমাবেশস্থলে জনসমাগম বাড়ছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে আগত নেতা-কর্মীদের মাঝে। স্বতঃস্ফূর্ত, বাধাহীন অবস্থায় দীর্ঘ প্রায় দেড় দশক পর দলের জাতীয় এ সমাবেশ স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

Scroll to Top