September 15, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আগামী ৪-১১ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা

আগামী ৪-১১ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা

Image

আগামী ৪ থেকে ১১ নভেম্বর ২০২৫ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় শতভাগ দেশীয় পণ্য প্রদর্শিত হবে।

১৯ আগস্ট (মঙ্গলবার) এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। এতে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং পরিচালক পর্ষদের সদস্য সামিম আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।

সভায় জানানো হয়, এ মেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বিভিন্ন খাতের ৮৫০ উদ্যোক্তা আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে যোগ্য উদ্যোক্তাদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য মেলায় ৩ শতাধিক স্টল থাকবে। বিদেশী বা আমদানিকৃত পণ্য প্রদর্শন বা বিক্রয় করা যাবে না।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বলেন, “এই মেলা উদ্যোক্তাদের। ফাউন্ডেশন শুধু আয়োজক। উদ্যোক্তাদের পরামর্শ অনুযায়ী সম্ভাব্য সব সুবিধা নিশ্চিত করেই মেলা আয়োজন করা হবে।”

মেলায় থাকবে—এসএমই ফাউন্ডেশনের সচিবালয়, মিডিয়া সেন্টার, রক্তদান কেন্দ্র, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, এবং বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আর্থিক খাতের স্টল। পাশাপাশি ব্যাংকার-উদ্যোক্তা ম্যাচমেকিং সেশন, সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দিতে এবারও ৫টি ক্যাটাগরিতে প্রদান করা হবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গত ১১টি জাতীয় এসএমই পণ্য মেলায় আড়াই হাজারের বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় ৪৪ কোটি টাকার পণ্য বিক্রি হয় এবং প্রায় ৭৩ কোটি টাকার অর্ডার গৃহীত হয়।

👉 মেলার মূল উদ্দেশ্য
১. এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ।
২. উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি।
৩. ভোক্তা ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন।
৪. সেমিনার ও আলোচনার মাধ্যমে উৎপাদন ও সেবার মানোন্নয়নে মতামত গ্রহণ।

Scroll to Top