শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও এ অবস্থিত আকিজ সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শামসুল হক, আকিজ মটরসের সিইও শেখ আমিনউদ্দিন এবং বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস।
আকিজ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান, আকিজ মটরস, ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে সবার জন্য গাড়ী এই শ্লোগানে বিশ্বের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, বাংলাদেশের আবহাওয়া-জলবায়ু উপযোগী, জ্বালানী ও রক্ষনাবেক্ষন খরচ কম, পরিবেশ সহায়ক গাড়ী উৎপাদন, সংযোজন ও এসেম্বলি করে যাচ্ছে নিজস্ব কারখানায়, চায়নার বিখ্যাত মটর কোম্পানী সিনোট্রাক এর সুদক্ষ ইন্জিনিয়ারদের সাথে যৌথভাবে। (বিশ্বের প্রায় ১৩০ টি দেশে সিনোট্রাক এর গাড়ি রপ্তানি হয়)। যা ব্যক্তিগত, বাণিজ্যিক ও সেবায় সর্বাধিক ব্যবহৃত হচ্ছে।
আকিজ মটরস এর দেশব্যাপি রয়েছে বিশাল কর্মযোগ্য যা ৮ টি কম্পোন্যান্টের (৮ টি পিলার) মাধ্যমে অটোমোবাইল জগতের সকল কাজ সুসম্পন্ন করা হয়। যার মধ্যে অন্যতম একটি পিলার ইলেকট্রিক ভেহিকেল এন্ড মোবিলিটি। আকিজ মটরস বর্তমান বিশ্বের সর্বশেষ ও আধুনিক এই প্রযুক্তির ব্যবহার করে স্বল্প মূল্য, জ্বালানী সাশ্রয়ী, টেকসই পরিবেশ সহায়ক ও জনপ্রিয় এই ইলেকট্রিক বাহনের বহরে আছে দুই চাকার ইলেকট্রিক মটরসাইকেল, তিন চাকার প্রাইভেট কার, মহিলাদের ও পেলিয়েটিভ কার (বিশেষ চাহিদা সংশ্লিষ্ট মানুষের জন্য বিশেষ ভাবে তৈরী) ইলেকট্রিক রিকশা, ডেলিভারি ভ্যান, চার চাকার প্রাইভেট কার, এ্যাম্বুলেন্স, ক্লাব কার, এবং ১ টনের ইলেকট্রিক পিকআপ। টেকসই ও আধুনিক প্রযুক্তির এই ইলেকট্রিক যানবাহন বাংলাদেশের পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। ইলেকট্রিক মটরসাইকেলের মধ্যে রয়েছে দুর্দান্ত, দুর্বার, দুর্জয়, দুরন্ত, পঙ্খিরাজ, রোমিও ও বন্ধু মডেলের তিন চাকার মটরসাইকেল।
দিন ব্যাপি এই সম্মেলনে বাংলাদেশের সকল জেলা থেকে ইলেকট্রিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইলেকট্রিক ভেহিকেল এন্ড অটোমোবাইল উদ্যাক্তা, প্রকৌশল ও প্রযুক্তিবিদ, চিকিৎসাবিদ, জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা ও শিশু বিষয়ক, সড়ক ও যোগাযোগ, দেশী-বিদেশী নীতিমালা প্রণয়নকারীগন, উপস্থিত ছিলেন। উক্ত ব্যবসায়ীক সম্মেলনে ইলেকট্রিক মটরসাইকেল, ইলেকট্রিক গাড়ি ও আকিজ মটরসের বিভিন্ন পণ্য সমূহ প্রদর্শিত হয়েছে।