পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল কার্যক্রমের অংশ হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর স্পেশাল ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট ও ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আইসিবি প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মি. নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. মো. নুরুল হুদা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র মহাব্যবস্থাপক মি. মো. আনোয়ার শামিম, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দেবনাথ, আইনি বিষয়ক বিভাগের উপ-মহাব্যবস্থাপক তোরাব আহমেদ খান চৌধুরী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সাদেক আলী এবং ডকুমেন্টেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোখতার হোসেন।
ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মি. অনির্বাণ দাস গুপ্ত এবং চেয়ারম্যান মিসেস রাখী দাস গুপ্ত। অনুষ্ঠানে ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।