January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অর্জনে তিন শিক্ষার্থীকে সম্মাননা দিলেন হাইকমিশনার সুসান রাইল

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অর্জনে তিন শিক্ষার্থীকে সম্মাননা দিলেন হাইকমিশনার সুসান রাইল

Image

অস্ট্রেলিয়ান হাইকমিশন, বাংলাদেশ সম্প্রতি তিনজন বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডে অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য। হাইকমিশনার সুসান রাইল তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তাসহিনা বিনতে ইসলাম ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি থেকে অসামান্য একাডেমিক ফলাফল অর্জন করে ডিনস লিস্টে জায়গা করে নিয়েছেন। খান্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ফ্যাকাল্টি অব আর্টস, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার থেকে মর্যাদাপূর্ণ পোস্টগ্রাজুয়েট ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন। ফাতেমাতুজ জোহারা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের স্কুল অব বিজনেস, ইকোনমিক্স অ্যান্ড ল’–তে ডিনস রোলে স্থান লাভ করেছেন।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারদের এই অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশকে এগিয়ে নিতে জ্ঞান ও দক্ষতা নিয়ে কাজ করার তাঁদের প্রতিশ্রুতিকেও তুলে ধরে। অস্ট্রেলিয়ান হাইকমিশন তাঁদের এই উল্লেখযোগ্য অর্জনের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

Scroll to Top