বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (BTTF) ২০২৫-এর গোল্ড স্পনসর হিসেবে অংশগ্রহণ করছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসর্টস (IHG Hotels & Resorts) ইন বাংলাদেশ। এ সময়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (Crowne Plaza Dhaka Gulshan) ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (Holiday Inn Dhaka City Centre) আইএইচজি-এর মূল আতিথেয়তা সহযোগী (Key Hospitality Partners) হিসেবে থাকছে।

আইএইচজি হোটেলস সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার (Ashwani Nayar) বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির বাজার এবং এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে।
আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (Bangladesh-China Friendship Conference Centre) তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ ও পর্যটন খাতের স্টেকহোল্ডাররা অংশ নেবেন।