‘সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার উদযাপিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫। এ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) যৌথভাবে বাংলাদেশের কৃষির রূপান্তরে মৃত্তিকার ভূমিকা নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসেন বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। FAO বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াওকুন শি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

সেমিনারে বক্তারা বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সুস্থ মৃত্তিকা অপরিহার্য। দ্রুত নগরায়ণের ফলে মৃত্তিকার অবক্ষয় রোধ এবং ভূমির স্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ও বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, নীতি নির্ধারক এবং অংশীদাররা অংশগ্রহণ করেন।











