বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শনিবার (১০ মে) অনুষ্ঠিত নির্বাচনে এ জোট ৩৫টি পরিচালক পদের সবগুলোতেই জয় লাভ করে।
শনিবার (১০ মে, ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইটি কেন্দ্রে—নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ ভবন এবং ঢাকার বাংলামোটরে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে—ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উভয় কেন্দ্রেই ভোট গণনা কার্যক্রম চলে।
৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭৫.৩৫ শতাংশ। এর মধ্যে ঢাকা কেন্দ্রে ২৩১টি ভোট পড়ে, যার ১২টি বাতিল হয়। অন্যদিকে নারায়ণগঞ্জ কেন্দ্রে ২০০টি ভোট পড়ে এবং সেখানে ১১টি বাতিল হয়। সবমিলিয়ে ৪০৮টি বৈধ ভোট গণনা করা হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রে নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান এবং আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ আইয়ুব। ঢাকায় দায়িত্বে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী এবং আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট আওলাদ হোসেন।
এবারের নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের ৩৫ জন প্রার্থী প্রাথমিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন: মোহাম্মদ হাতেম, বেলায়েত হোসেন রিপন, ফকির কামরুজ্জামান নাহিদ, আশিকুর রহমান, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, আহসান খান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, ইমরান কাদের তূর্য, মোহাম্মদ শামসুল আজম, গাওহার সিরাজ জামিল, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, মো. মনিরুজ্জামান, মো. সামসুজ্জামান, মোহাম্মদ রাশেদ, ফজলে শামীম এহসান, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফওজুল ইমরান খান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, অমল পোদ্দার, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ, নন্দ দুলার সাহা ও রতন কুমার সাহা।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরী।