ইউরোপীয় ইউনিয়নের আট দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সভায় অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বৈঠকে ইইউর প্রতিনিধি ছাড়াও স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে যে পটভূমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়েছে, সেটিও তুলে ধরেন দলের নেতারা।
এ সময় এনসিপির পক্ষ থেকে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তাবিত রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।