April 19, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই আসছে ‘সাইবার সেফটি অধ্যাদেশ’: ফয়েজ আহমদ

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই আসছে ‘সাইবার সেফটি অধ্যাদেশ’: ফয়েজ আহমদ

Image

সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে দেশের সাইবার নিরাপত্তা জোরদারে চলতি মাসের মধ্যেই ‘সাইবার সেফটি অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘নীতি নির্ধারকদের দৃষ্টিতে ডিজিটাল অর্থনীতি’ শীর্ষক এক বিশেষ উপস্থাপনায় তিনি বলেন, “সাইবার সেফটি অধ্যাদেশ নিয়ে আমরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছি। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট সকল উদ্বেগ ও প্রস্তাবনাগুলো আমলে নেওয়া হয়েছে। ফলে আমরা আত্মবিশ্বাসী যে, এপ্রিলের শেষ নাগাদ এই অধ্যাদেশ কার্যকর হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংক এন.এ.-এর কান্ট্রি অফিসার মো. মইনুল হক।

এসময় আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবৃদ্ধি: নীতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা অতিক্রম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন সিটি এশিয়া সাউথ পাবলিক সেক্টর সলিউশনস-এর প্রধান রোহিত জামওয়াল, মেটার বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরওয়ার, গ্রামোফোনের সিএফও অটো ম্যাগনে রিসবাক, আন্তর্জাতিক জননীতি ও সরকার সম্পর্ক বিভাগের পরিচালক ইনফান ঝাং এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়।

প্যানেল সেশনটি সঞ্চালনা করেন সিটি ব্যাংক এন.এ.-বাংলাদেশের ট্রেজারি ও ট্রেড সলিউশনস বিভাগের পরিচালক মোহাম্মদ এ. আখের।

এই আলোচনায় বক্তারা ডিজিটাল অর্থনীতিতে নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

Scroll to Top