August 5, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে সাংবাদিকদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে সাংবাদিকদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে সোমবার (২৪ মার্চ ২০২৫) সাংবাদিকদের সৌজন্যে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ‘ভার্চুয়াল প্ল্যাটফর্মে’ প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর হোসেন পাভেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, যুগান্তর সম্পাদক আবদুল হাই সিকদার, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিশিষ্ট সাংবাদিকরা।

Scroll to Top