বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২১ মার্চ) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলার নগরকান্দায় মরহুমের বাসভবন সংলগ্ন তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআন খতমের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কে এম ওবায়দুর রহমানের কন্যা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকাল ৪টায় নগরকান্দা উপজেলার এম এন একাডেমী মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।