December 23, 2024

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

Image

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ১৪ ডিসেম্বর অত্যন্ত বেদনার দিন। ১৯৭১ সালের ডিসেম্বরে যখন গোটা জাতি আমাদের কাঙ্খিত স্বাধীনতার বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূণ্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের তাৎপর্য সকলের কাছে তুলে ধরতে হবে যাতে আগামী প্রজন্মের সন্তানরা দেশের প্রকৃত ইতিহাস লালন করতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম ফজলুল হক, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপনা চাকমা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহামদ শফী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর উজ জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top