December 23, 2024

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা

Image

ইসলামী ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ)-এর নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক খান সালাম, সহ-সভাপতি মোঃ ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস শিকদার ও অফিস সম্পাদক পদে মোঃ আম্মার হোসাইন নির্বাচিত হয়েছে।

নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সিবিএ-এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ ইসহাক খান সালাম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top