December 23, 2024

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশ-ভারতের এফওসি বৈঠক অনুষ্ঠিত

দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশ-ভারতের এফওসি বৈঠক অনুষ্ঠিত

Image

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ও ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পারস্পরিক উদ্বেগ নিরসন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এফওসিতে বাংলাদেশের জসিম উদ্দিন এবং সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি যথাক্রমে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আজ বিকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ ইউএনবি।

Scroll to Top