জাপানী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাপান দূতাবাসে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জাপান আমাদের সরকারের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। ছোটবেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাইনবোর্ডে জাপানের নাম দেখে বড় হয়েছি। সেই স্মৃতিগুলো আজ আমাকে গভীরভাবে আপ্লুত করেছে।”
তিনি আরও বলেন, “বিশ্বখ্যাত জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়া, ইয়াসুজিরো ওজু, এবং হিরোকাজু কোরেয়েদার চলচ্চিত্রগুলো আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছে। জাপানের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য বিশ্বজুড়ে প্রশংসিত।”
এ ছাড়া তিনি জাপানী চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন জনানোর জন্য রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি কে ধন্যবাদ জানান। আগামী মাস গুলোতে সাংস্কৃতিক ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।