অনলাইন ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন কমিশন গঠন নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংসদ ও সরকার গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবিরোধী আন্দোলনে নিহত ছয় সাংবাদিককে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তারেক রহমান বলেন, একটি বাস্তবতা হলো, সাম্প্রতিক গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি।
তিনি আরও বলেন, ‘আরেকটি রূঢ় বাস্তবতা হলো, পলাতক স্বৈরশাসক নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠন করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়ন ও দেশের মালিকানা পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন জরুরি।
তারেক বলেন, রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জনপ্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন।
তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য।
সংস্কারের প্রশ্নে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে দাবি করেন তারেক। ‘তবে সংস্কার প্রচেষ্টাকে কার্যকর করতে হলে আগে জনদুর্ভোগ লাঘব করতে হবে।’