December 24, 2024

শিরোনাম

ঢাকায় চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Image

অনলাইন ডেস্কঃ

ঢাকায় গণচীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড.  সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে এই অনুষ্ঠানে  আসতে পেরে আমি খুব  আনন্দিত। বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান।  তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের  ৫০ বছর উদযাপিত  হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক  অংশীদার। আগামী দিনে  দুই দেশের মধ্যে আরো বাণিজ্য বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থ উপদেষ্টা  আরো বলেন,  চীন রোহিঙ্গা ইস্যুতে   সহযোগিতা করছে। চীনা সহযোগিতা  ছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধান সম্ভব  হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

চীনা রাষ্ট্রদূত তার বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক তুলে ধরে আগামী বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির আয়োজন আরও বড় পরিসরে করার কথা বলেন। বাংলাদেশের সমর্থনে বেশ কিছু সহায়তামূলক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।

তিনি বলেন, চীন আন্তরিকভাবে আশা করে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্কার করবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে, অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে নেবে এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, ২০১৩ থেকে ১০ বছরে চীনের অর্থনীতি গড়ে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে; বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে গড়ে ৩০ শতাংশ। চলতি বছরও চীনের অর্থনীতি আগের বছরের তুলনায় ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য ১০০ শতাংশ পণ্যকে আগামী ১ ডিসেম্বর থেকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা অনুষ্ঠানে আবার উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,  অন্তর্বতী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এই সরকারের পাশে থাকবে চীন। সে কারণে  ছাত্র জনতার  আন্দোলনে আহতদের চিকিৎসায় চীন থেকে একটি  জরুরী মেডিকেল টিম বাংলাদেশে এসেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। টিমের সদস্যরা  মঞ্চে এলে সবাই তাদের করতালি দিলে  স্বাগত জানান।  অনুষ্ঠানের শেষ পর্বে  চীনা শিল্পীরা নাচ  ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে  রাজনীতিবিদ,  কূটনীতিক,   সাংবাদিক,ব্যবসায়ী,  গবেষক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

Scroll to Top