January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিন একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ-ফিলিস্তিনের পারস্পরিক সহযোগিতা ও সংহতি আরও দৃঢ় হবে।

Scroll to Top