January 29, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় ভিজিল্যান্স ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় ভিজিল্যান্স ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Image

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন কমিটি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, ঢাকা জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ ভিজিল্যান্স ও অবজারভেশন কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় রিটার্নিং অফিসার মহোদয় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Scroll to Top