অনলাইন ডেস্কঃ
পঞ্চগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সকালে এনসিপি নেতা সারজিস আলমের হাতে নির্বাচনী প্রতীক শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির শফিকুর রহমান।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসন (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারজিস আলমের হাতে শাপলা কলি তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘পঞ্চগড়ের জন্য এটিই (শাপলা কলি) ১০ দলের প্রতীক। বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত কেউ হাল ছাড়বেন না।’
পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।











