নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “আমরা ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। এবার স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দুপুরে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করা হবে।

পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট ডাকাতির ঘটনা পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। যারা একসময় দেশে ভোট ডাকাতি করেছিল, তারাই বিদেশে বসেও একই ষড়যন্ত্র শুরু করেছে।”
ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “ইলিয়াস আলী, দিদার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে আমরা যে ভোটাধিকার অর্জন করেছি, তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বহু ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগোচ্ছি। কিন্তু দেশ-বিদেশে একটি কুচক্রী মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
চব্বিশের গণ-আন্দোলনে সিলেটের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “এই সিলেটেই ১৩ জন জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগেই আমরা অধিকার আদায়ের পথে এগিয়েছি। কিন্তু একটি মহল সেই অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে ৫ আগস্ট বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।”
নির্বাচনী প্রচারে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক আখ্যা দিয়ে তিনি বলেন, “বেহেশত-দোজখের মালিক একমাত্র আল্লাহ। কোনো দল বা ব্যক্তি এ ধরনের টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না। যারা এসব কথা বলছে, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে।”
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সে সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, জাতি তা দেখেছে। মিথ্যাচার ও হঠকারিতার বিরুদ্ধে আজ আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক ও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করে তারেক রহমান বলেন, “এই সময়ে ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে, বাক-স্বাধীনতা হরণ করা হয়েছে। দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তাই আমরা বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
বিএনপি ক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা শিক্ষিত মা-বোনদের স্বনির্ভর করতে চাই, কৃষক কার্ড চালু করতে চাই, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে সাবলম্বী করতে চাই। বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
সিলেটের প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। আমরা তাদের আরও দক্ষ করে গড়ে তুলতে চাই, যাতে বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তি আরও শক্ত অবস্থান নিতে পারে।”











