January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) সকালে সিলেটে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ মূলত পরিবারের প্রধান নারীর নামে ইস্যু করা হবে, যিনি পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর মাধ্যমে নারীকে পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আরও ক্ষমতায়িত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে ধরে তিনি জানান, এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থাও থাকবে।

Scroll to Top